পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনও বিকল্প নেই। চতুর্থ শিল্পবিপ্লব পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপন প্রনালীতে যে পরিবর্তন নিয়ে আসছে তার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক আরও নিবিড় হবে। অদূর ভবিষ্যতে অনেক নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন যথোপযুক্ত শিক্ষণ সামগ্রী। এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে সমৃদ্ধ দেশ ও জাতি গড়ার দৃঢ় প্রত্যয় অব্যাহত থাকবে।
মাধ্যমিক শিক্ষা জাতীয় শিক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ১১-১৬ বৎসর বয়সের শিক্ষার্থীরা এখানকার সুবিধা ভোগী। এ বয়সেই শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুরুত্বপূর্ণ সময়টুকু পার করে থাকে। অনগ্রসর অঞ্চলের ৭টি গ্রামের মধ্যমান হিসেবে আমরা কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ মতিউর রহমানের আজীবনের স্বপ্নকে ধারণ করে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে ও পরিবেশ বান্ধব এক সমাজ গড়তে আমরা বদ্ধ পরিকর। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করি।
প্রধানশিক্ষক
আমাদের সর্ম্পকে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ঐতিহ্যবাহী গৌরবমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৪ সাল থেকে এর পথচলা শুরু। অধ্যক্ষ মতিউর রহমান এদেশের কৃতি সন্তান এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ।
নিজদেবপুর,কালিগঞ্জ থানার প্রাণ কেন্দ্রে, মনোরম পরিবেশে বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়ে একটি কারিগরি শাখা আছে। । উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে সময়ের চাহিদা পূরণে ছাত্র ছাত্রীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। একাডেমিক শিক্ষার উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যাবলীর নৈপূণ্য, শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন, সুশৃঙ্খল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে কর্মরত সকলের অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণতায় বিদ্যালয়টি শিক্ষার এক উজ্জ্বল আলোক বর্তিকার ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়টির স্বনামধন্য প্রধান শিক্ষিকা, শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী সকলেই সাফল্যের সাথে স্ব-স্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুদক্ষ প্রধান শিক্ষিকাদের দূরদর্শিতা, নিষ্ঠা, আন্তরিকতা ও বিচক্ষণতা, সুযোগ্য শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের নিরলস ও সমন্বিত প্রচেষ্টায়, বর্তমানে বিদ্যালয়টি তার অতীত ঐতিহ্যের সাথে নতুন মাত্রা যোগ করে প্রতিনিয়ত তার ভাবমূর্তিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করছে।